বুধবার, মার্চ ১৯, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক পেনসিলভেনিয়ায় নির্বাচনী জালিয়াতির ট্রাম্পের অভিযোগ আদালতে খারিজ

পেনসিলভেনিয়ায় নির্বাচনী জালিয়াতির ট্রাম্পের অভিযোগ আদালতে খারিজ

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন অঙ্গরাজ্য পেনসিলভেনিয়াতেও শেষ রক্ষা হলো না ট্রাম্পের। এ রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক জালিয়াতির ট্রাম্পের অভিযোগ একটি আদালত শনিবার খারিজ করে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিজয় উল্টে দেয়ার অপচেষ্টায় রিপাবলিকান দলের জন্যে এটি একটি বড়ো ধরণের ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রাজ্য আদালতের বিচারক ম্যাথিও ব্র্যান তার রায়ে মেইল-ইন ব্যালট নিয়ে ট্রাম্পের দলের উপস্থাপিত অভিযোগ ভিত্তিহীন ও অনুমান নির্ভর বলে উল্লেখ করেন।
তিনি বলেন, আমেরিকার ষষ্ঠ জনবহুল এ রাজ্যে একজন ভোটারকেও বঞ্চিত করা ন্যয়সঙ্গত নয়।
এদিকে বিচারকের এ রায়ের কারণে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়কে সার্টিফাই করার সুযোগ তৈরি হলো। সোমবার বাইডেনের পক্ষে ফলাফলের সনদ দেয়ার কথা রয়েছে।
আগামী ২০ জানুয়ারি নব নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। ট্রাম্প শিবির চাচ্ছে ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলোতে নির্বাচনের ফলাফল সার্টিফাই করার কাজ বন্ধ রাখতে। এছাড়াও তারা একের পর এক আইনী পদক্ষেপ নিচ্ছে যা ব্যর্থ হচ্ছে।
মিশিগান রাজ্যের দলীয় আইনপ্রণেতারা জানিয়েছেন, নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার কোন কাজ তারা করবেন না। জর্জিয়া অঙ্গরাজ্যে জো বাইডেনের বিজয়কে ইতোমধ্যে সার্টিফাই করা হয়েছে।
আগামী ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ইলেক্টোরাল কলেজের ভোট অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচনের সার্টিফিকেশনের কাজ শেষ করতে হবে।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বাইডেন ইলেক্টোরাল ও পপুলার উভয় ভোটে জয় পেলেও নিজের হার স্বীকার করতে ক্রমাগত অস্বীকৃতি জানাচেছন ট্রাম্প। এরফলে দেশটির ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments