মোঃ মাসুম জাহিদ মাসুদঃ
কোভিড-১৯ ( করোনা ভাইরাস) প্রতিরোধের জন্য মানবদেহে রোগ প্রতিরোধের কার্যকারীতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা -১৬ আসন এলাকায় ( পল্লবী ও রুপনগর থানা) সরকার অনুমোদিত সামাজিক সংগঠন ” আমরা পল্লবী বাসী ” সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে ১০০০ ( এক হাজার ব্যক্তিদের) হোমিও ঔষধ বিতরন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা জনাব মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট লেখক ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা সরকার মো. আবুল কালাম আজাদ পিএইচডি ( কেন্দ্রীয় সভাপতি, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ) অনুষ্ঠানের প্রধান অতিথিঃঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর সদ্য সম্মেলনকৃত সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর মাননীয় চেয়ারম্যান হোমিওরত্ন ডা: দিলীপ কুমার রায়। উদ্বোধকঃবাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সন্মানীত রেজিস্টার কাম সচিব ডা: মো. জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথিঃ ১) অধ্যাপক ডা: মো. সামছুজ্জোহা আলম।২) ডা: মো. রফিকুল ইসলাম ( মহাসচিব, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ)।অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেনঃ১) কৃষিবিদ এমদাদ হোসেন – বিশিষ্ট লেখক ও সম্পাদক।২) শেখ জামাল আহমেদ(কেন্দ্রীয় সাধারণ সম্পাদক : বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এবং যুগ্ম সাধারণ সম্পাদক – আমরা পল্লবী বাসী)৩)অধ্যাপক ডা: নাজমুল হাসান (জেমসন) ৪)এস এম আশরাফুল আলম (সম্পাদক : গ্রামীন কৃষি এবং কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ও সদস্য – আমরা পল্লবী বাসী) ৫) সৈয়দ মোশারফ হোসেন পাপ্পু(কেন্দ্রীয় নেতা, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এবং সাংগঠনিক সম্পাদক, আমরা পল্লবী বাসী) ৬)বীর মুক্তিযোদ্ধা মো. জামান(সদস্য, আমরা পল্লবী বাসী)৭) মো. তারিক আলী রাজা(সদস্য, আমরা পল্লবী বাসী)৮) মো. টুটুল(সদস্য, আমরা পল্লবী বাসী) ৯)শেখ ওলী (কেন্দ্রীয় নেতা, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এবং সদস্য- আমরা পল্লবী বাসী)১০)সাংবাদিক সরকার জীবন(কেন্দ্রীয় নেতা, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ও সদস্য আমরা পল্লবী বাসী) ১১)মো. হানিফ(কেন্দ্রীয় নেতা, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এবং সদস্য- আমরা পল্লবী বাসী)