নিজস্ব প্রতিবেদকঃ বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকার মিরপুরের পলাশ নগরে ব্যবসায়ী মো.আনিসুর রহমান ও মো.দাউদুল ইসলামের মাতার বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করে মরহুমার স্বর্ণ মঞ্জিল বাসভবনে দুপুর ২ ঘটিকার সময় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পলাশ নগর মালিক সমিতির সিঃসহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া, পলাশ নগর জামে মসজিদের সদস্য আলহাজ্ব হেদায়েত উল্লাহ্, গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলম, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান তালুকদার, সাবেক সেনা কর্মকর্তা আব্দুস সাত্তার খান, বুলবুল আহমেদ মল্লিক, মেজবাউর রহমান চৌধুরীসহ মরহুমার গুণগ্রাহী ও আত্নীয়-স্বজন উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন পলাশ নগর জামে মসজিদের খতিব ও বাউনিয়া বাধ বি ব্লক দারুল হাবিবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মোখলেছুর রহমান কাসেমী।
মিলাদ ও দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।