মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানীকে স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিন গানের সাহায্যে হত্যা করা হয়ঃ ইরান

পরমাণু বিজ্ঞানীকে স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিন গানের সাহায্যে হত্যা করা হয়ঃ ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ  ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে গত সপ্তাহে হত্যার ঘটনায় ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের’ সাহায্যে স্যাটেলাইট নিয়ন্ত্রিত একটি মেশিন গান ব্যবহার করা হয়েছে। রোববার দেশটির বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার স্থানীয় সংবাদ মাধ্যমকে একথা বলেন। খবর এএফপি’র।
রিয়ার-অ্যাডমিরাল আলী ফাদাভি বলেন, মোহসেন ফখরিজাদেহ গত ২৭ সেপ্টেম্বর ১১ গার্ডের নিরাপত্তা বহর নিয়ে ইরানের রাজধানী তেহরানের পাশের একটি মহাসড়ক হয়ে যাওয়ার সময় ওই মেশিন গান তার মুখের ওপর ‘জুম করে রাখা হয় এবং মেশিন গানটির জুমের মধ্যে তার মুখের ছবি আসা মাত্র ১৩টি গুলি করা হয়।
ফাদাভির উদ্ধৃতি দিয়ে মেহর নিউজ এজেন্সি জানায়, মেশিন গানটি একটি নিশান পিক-আপের ওপর রাখা হয়েছিল। মেশিন গানটিতে কেবল মাত্র শহীদ ফখরিজাদেহ’র মুখ মন্ডল ফোকাস করা ছিল। ঘটনার বিশ্লেষণে দেখা যায় ওই পথে মাত্র ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি) দূরে তার স্ত্রী থাকলে তিনি গুলিবিদ্ধ হননি।
তিনি আরো বলেন, এটি স্যাটেলাইটের সাহায্যে ‘অনলাইনে নিয়ন্ত্রণ করা হচ্ছিল এবং ওই লক্ষ্য নিশ্চিত করতে এতে একটি অ্যাডভান্স ক্যামেরা ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ ব্যবহার করা হয়।
ইরান কর্তৃপক্ষ এই হত্যার জন্য চির শত্রু ইসরাইল এবং নির্বাসিত বিরোধী গ্রুপ পিপলস মুজাহেদীন অব ইরান’কে (এমইকে) দায়ী করেছে।
এর আগে রাষ্ট্র পরিচালিত প্রেস টিভিতে বলা হয়েছিল, ঘটনাস্থলে ‘ইসরাইলের তৈরি’ অস্ত্র পাওয়া গেছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

বরগুনার সওদাগর পাড়া এখন সবজির গ্রাম

বরগুনা জেলার তালতলী উপজেলার সওদাগর পাড়া গ্রামে লবণাক্ত জমিতে সবজি চাষ করে ২২০ জন চাষীর ভাগ্য ফিরেছে। বর্তমানে ওই গ্রামটি পরিচিতি পেয়েছে...

ট্রাম্পের অভিষেক উপলক্ষে ঢাকার অভিনন্দন

ওয়াশিংটন ডিসিতে কয়েক ঘণ্টার মধ্যে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার প্রাক্কালে ঢাকা আজ তাকে অভিনন্দন জানিয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাবোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে আজ ঢাকা ত্যাগ করবেন।

তিস্তা ব্যারেজ কমান্ড এলাকায় সেচের পানি দেওয়া শুরু 

তিস্তা ব্যারেজ কমান্ড এলাকায় চলতি বোরো মৌসুমে ক্যানেলগুলোতে সেচের পানি দেওয়া শুরু হয়েছে। ফলে কমান্ড এলাকায় কৃষকরা বোরো চাষে মাঠে নেমে পড়েছেন।...

Recent Comments