মোঃ রাশেদুল হাসানঃ
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের বিশেষ প্রকাশনা ” বিশ্বনেএী শেখ হাসিনার দিন বদলের ১০ বছর ” বই নেদারল্যান্ড এ অবস্হিত বাংলাদেশের এম্বাসেডর জনাব শেখ মোহাম্মদ বেলাল মহোদয়কে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেতা বিশিষ্ট কৃষি লেখক ড. সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ এর নির্দেশনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এস এম আশরাফুল আলম ২০/৮/২০১৯ ইং প্রদান করেন।