বাংলাদেশের মো. দাউদ শেখ দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে বসবাস করছেন সুদূর আমেরিকার নিউইয়র্ক শহরে। তিনি কাজ করছেন স্কুল সেফটি অফিসার হিসেবে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে।
অবসর সময়ে নিজ বাসার সামনে খালি জায়গায় সবজির চাষ করতে পছন্দ করেন। কুমড়া, টমেটো, লাল মরিচ, বেগুন, করলা, লাউ, লাল শাক রয়েছে।