নগর প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব ঢাকা মহানগরীর সাংবাদিক আবাসিক এলাকায় (মিরপুর -১১) বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা মহানগর উত্তর এর পক্ষ থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, দোয়া ও মাস্ক বিতরন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো.আবুল কালাম আজাদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আমরা পল্লবী বাসী সংগঠন এর সভাপতি জনাব মো. আব্দুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ ; ২নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন; বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান ; কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. শাহ আলম ; কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক সাবেক মেরিন ছাত্রলীগ নেতা এস এম আশরাফুল আলম, কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আবদুল লতিফ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. হানিফ, কেন্দ্রীয় নেতা মো. মইনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর পশ্চিম এর সভাপতি শেখ জামাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা সাংবাদিক এস এম জীবন, কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিভাগের সহ -সভাপতি শেখ অলী, ঢাকা মহানগর উত্তর সিনিয়র সহ-সভাপতি মীর আলাউদ্দিন বাপ্পী, সহ-সভাপতি ইন্জিনিয়ার আনিচুজ্জামান কালাম, সহ-সভাপতি জনাব মাহবুবুর রহমান (জাকির),যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ, ঢাকা বিভাগের সদস্য শেখ ওয়াসিম, নগর নেতা রিয়াজুর রহমান মুন্না।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠন এর ঢাকা মহানগর উত্তর কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মো.আমির হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি ও কেন্দ্রীয় নেতা হাজ্বী তারিকুল ইসলাম তরু। সভা পরিচালনা করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক জনাব মো. নজরুল ইসলাম সরকার।
সভায় সংগঠন এর পল্লবী, রুপনগর, মিরপুর, কাফরুল, দারুসসালাম থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়ার পর সকল পেশাজীবীদের মাঝে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মহামারী করোনা পরিস্থিতিতে সচেতনতার জন্য সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়।