আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরব প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে ধীরে ধীরে ওমরাহ পালনের অনুমতি দেওয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের অনুমতি দেবে দেশটি।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনা পরিস্থিতি মূল্যায়ন ও বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ওমরাহ পালনের আকাঙ্ক্ষার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আরব নিউজরে
উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের কারণে গত সাত মাস ধরে সৌদি আরবে ওমরাহ পালন বন্ধ রাখা হয়েছে।
আগামী ৪ অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম ধাপে প্রতিদিন প্রায় ৬ হাজার মুসল্লিকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। প্রথম ধাপে সৌদি আরবে থাকা দেশটির নাগরিক ও বিদেশিরা ওমরাহ পালনের অনুমতি পাবেন।
দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে ১৫ হাজার মুসল্লি ওমরাহ পালনের অনুমতি পাবেন। তৃতীয় ধাপে ১ নভেম্বর বিশ ২০ হাজার মুসল্লি ওমরাহ পালনের অনুমতি পাবেন।
কোভিড-১৯ মহামারির ঝুঁকি পুরোপুরি দূর হয়ে গেলে চতুর্থ ধাপ শুরু হবে। এই ধাপে পবিত্র কাবা শরিফ স্বাভাবিক অবস্থায় ফিরবে।