মোঃ আশরাফুল আলম (ফুলবাড়ী) দিনাজপুরঃ দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার দৌলতপুর, খয়েরবাড়ি ইউনিয়নে প্রায় ১৫ টি গ্রামের কৃষকগনের প্রানের দাবি আনুমানিক ২০০০ হাজার বিঘা আবাদি জমির ফসল রক্ষার্থে একটি ক্যানেল খনন করা। ২৪ অক্টোবর শনিবার সকাল ১০ঘটিকায় দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া মৌজায় ক্যানেল খনন’র শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হক।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল আলম সুমন, ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ ফকরুল ইসলাম, ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, দৌলতপুর খয়েরবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ দৌলতপুর ও খয়েরবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় গন এবং অত্র এলাকার জনগন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক স্কেবেটর দিয়ে ক্যানেল খনন কাজের দিক নির্দেশনা প্রদান করেন ও ফুলবাড়ি উপজেলা প্রশাসন কে খনন কাজের সঠিক তদারকি করার নির্দেশনা দেন।