শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম কৃষি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় শীতকালীন শাক-সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় শীতকালীন শাক-সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

গ্রামীণ কৃষি ডেস্কঃ চলতি মওসুমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৫০হাজার ২৩ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২লাখ ২৯হাজার ৭৫২ মেট্রিক টন সবজি।জেলাগুলো হচ্ছে-যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর ।ছয় জেলার মধ্যে যশোর জেলায় সবচেয়ে বেশি জমিতে শীতকালীন সবজি চাষের ও উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মওসুমে যশোর জেলায় ১৫ হাজার ৯শ’৬৫হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪লাখ ১৫ হাজার ৯০ মেট্রিক টন। এছাড়া ঝিনাইদহ জেলায় ১১ হাজার ১০হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২লাখ ৫৩ হাজার ২শ’১০ মেট্রিক টন। মাগুরা জেলায় ৩ হাজার ৬শ’৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৭ হাজার ৬শ’ মেট্রিক টন। কুষ্টিয়া জেলায় ৬ হাজার ৭শ’৫৫হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১লাখ ৫৮ হাজার ৭শ’৪৩ মেট্রিক টন।চুয়াডাঙ্গা জেলায় ৮ হাজার ৫শ’ ৯৩হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১লাখ ৯৭ হাজার ৬শ’৩৯ মেট্রিক টন এবং মেহেরপুর জেলায় ৪হাজার ৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১লাখ ১৭ হাজার ৪শ’৫০ মেট্রিক টন।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা বলেন, দেশের মধ্যে যশোর অঞ্চল হচ্ছে সবজি চাষ ও উৎপাদনের অন্যতম এলাকা।এ অঞ্চলের জেলাগুলো সবজি চাষের জন্য উপযোগী।বর্তমানে বাজারে শীতকালীন আগাম সবজি উঠতে শুরু করেছে। ফুলকপি, পাতাকপি,শিম, লাউ, বেগুন, পালং শাকসহ বিভিন্ন প্রকার শীতকালীন সবজির বাজার মূল্য বেশী পাওয়ায় কৃষকরা খুশি। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মওসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় শীতকালীন শাক-সবজির বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা। বাসস

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট সরানোর নিয়ে ভারতীয় মিডিয়ার দাবি খণ্ডন তথ্য মন্ত্রণালয়ের

তথ্য মন্ত্রণালয় ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট সরাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কথিত নির্দেশনার দাবি খণ্ডন করে তা 'ভুয়া এবং...

বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান সংশোধনীর প্রস্তাব সংস্কার কমিশনের

বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান-সংশোধনীর প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার...

দিনাজপুরের বিরামপুরে মাল্টা চাষে বিপ্লব

দিনাজপুর জেলার বিরামপুরে কৃষি সম্প্রসারণ বিভাগের প্রত্যক্ষ সহায়তা ও চাষীদের আগ্রহে উপজেলার বিভিন্ন এলাকায় মাল্টা চাষের নীরব বিপ্লব ঘটেছে।

হালনাগাদ ভোটার তালিকায় যুক্ত হচ্ছে প্রায় ৫০ লাখ ভোটার

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ ভোটার যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব...

Recent Comments