গ্রামীণ কৃষি ডেস্কঃ তথ্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব খাজা মিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
তিনি বৃহস্পিতিবার (১০ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পৌঁছে ফাতেহা পাঠ ও দোয়া শেষে খানিকক্ষণ নিরবে অবস্থান করেন। তথ্যসচিবের সহধর্মিণী শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার, গোপালগঞ্জ জেলা প্রশাসন ও তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ এসময় তার সাথে ছিলেন।
পরে জেলা তথ্য অফিস পরিদর্শনকালে কর্মকর্তা ও কর্মচারিদের নিবেদিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তথ্যসচিব। বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের সদস্য খাজা মিয়া গত ৩০ নভেম্বর তথ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।