নিজস্ব প্রতিবেদকঃ
বুধবার বিকেলে ঢাকা বিভাগ বঙ্গবন্ধু পেশাজীবী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন কৃষকরত্ন শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে ঢাকা জেলার সাভারে আলোচনা সভা, দোয়া, মিষ্টি বিতরণ ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফ্রী মাস্ক প্রদান এবং উপস্থিত সকলকে চাষাবাদ করার জন্য বিনামূল্যে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উন্নত ও হাইব্রিড জাতের ৫ ধরনের সবজি বীজ প্রদান করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর কেন্দ্রীয় সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো.আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সৈয়দ মোশারফ হোসেন পাপ্পু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠন এর ঢাকা বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. নুর ইসলাম।
ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা জেলা উত্তর এর আহবায়ক সাবেক সেনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, ম্যান ফর ম্যান ফোর্স এর চেয়ারম্যান মো. রাজিবুল ইসলাম রাজিব, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সদস্য সচিব আলহাজ্ব কাজী আজিজুল হক(শ্যামল), সাংবাদিক ও মানবাধিকার কর্মী আলী আকবর নাছির, মহিলা আওয়ামী লীগ নেত্রী পারুল ইসলাম, ঝর্না আক্তার, সালমা বেগম, নাছিমা বেগম, মোছাঃ ইয়াছমিন, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ সাভার পৌর কমিটির সভাপতি মো. সবুজ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. জুলহাস।