নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ও কেরানীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের যৌথ উদ্যোগে রোববার (২৭ আগস্ট, ২০২৩) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য সিনিয়র সাংবাদিক মো. আতাউর রহমান হিরন, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. নুরুল ইসলাম, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় নেতা সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু, মানিকগঞ্জ জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সভাপতি ডাঃ মো. নাসির উদ্দীন,আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. জাহের আলী, ঢাকা জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সদস্য সচিব সাংবাদিক মো. তজিম উদ্দিন তজু, ঢাকা জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের যুগ্ম আহবায়ক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর রহমান আতিক, ঢাকা জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের যুগ্ম আহবায়ক ডাঃ ইমারত হোসেন ঢালী, ঢাকা বিভাগ বঙ্গবন্ধু পেশাজীবী লীগ নেতা মো. আবুল হোসেন, ঢাকা জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সদস্য ও সাভার উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন নাহার লতা, কেরানীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মো.খবির উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আহবায়ক মো. কবির হোসেন, সঞ্চালনা করেন কেরানীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর গাজী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. ইমারত হোসেন ঢালী।
আলোচনা ও দোয়া শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।