শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকটিকটকের আবেদন ট্রাম্পের আদেশের বিরুদ্ধে শেষ মুহূর্তে

টিকটকের আবেদন ট্রাম্পের আদেশের বিরুদ্ধে শেষ মুহূর্তে

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন অ্যাপ নিষিদ্ধে হোয়াইট হাউসের প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি নির্দেশ এ সপ্তাহ থেকে কার্যকর করা বন্ধে টিকটক মঙ্গলবার ওয়াশিংটনের একটি আদালতে আবেদন জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন নিরাপত্তা উৎকণ্ঠা দূর করতে যুক্তরাষ্ট্রে এ অ্যাপের মালিকানা পুনর্গঠনে বেঁধে দেয়া বৃহস্পতিবারের সময়সীমার সম্মুখীন হচ্ছে চীনা কোম্পানি বাইটড্যান্স।
আদালতে করা আবেদনে টিকটক আরো সময় প্রার্থনা করে বলেছে তাদের প্রস্তাবিত সমাধান বিষয়ে তারা যথাযথ সাড়া পায়নি।
কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৩০ দিন সময় বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করেছে কারণ, তারা অব্যাহতভাবে নতুন বিভিন্ন আবেদনের সম্মুখীন হতে হচ্ছে এবং আমাদের প্রস্তাবিত সমাধান গ্রহণ করা হবে কি-না সে ব্যাপারে সুস্পস্ট করে কিছু বলা হয়নি।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments