শনিবার, মার্চ ১৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম কৃষি জয়পুরহাটে তরমুজ চাষে আশার আলো দেখছেন কৃষকরা

জয়পুরহাটে তরমুজ চাষে আশার আলো দেখছেন কৃষকরা

বছরে প্রায় ১৩ কোটি টাকার শুধুমাত্র তরমুজ বিক্রি হচ্ছে  উত্তরাঞ্চলের ছোট জেলা জয়পুরহাটে। তরমুজ চাষ করে লাভবান হওয়ার পাশাপাশি বাণিজ্যিক ভাবে তরমুজ চাষে আশার আলো দেখছেন কৃষকরা।   
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচবিবি উপজেলার আয়মা জামালপুরের দামোদরপুর  গ্রামের তরমুজ চাষি উত্তম কুমার এবার তিন বিঘা জমিতে তরমুজ চাষ করে ৩ লাখ ৫৭ হাজার টাকা বিক্রি করেছেন। পাশের তরমুজ চাষি গৌতম কুমার দুই বিঘা জমিতে তরমুজ চাষ করে এক লাখ ৯৭ হাজার টাকা বিক্রি করেন। জয়দেবপুর গ্রামের হেলাল উদ্দিন ১৬ শতাংশ জমিতে তরমুজ চাষ করে ৬১ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন বলে জানান। জয়পুরহাট জেলায় ২৬ গ্রামের  প্রায় ৭৫০ বিঘা জমিতে বর্তমানে তরমুজের চাষ হচ্ছে। এতে তরমুজ উদপাদন হয়ে থাকে প্রায় ৫ থেকে ৬ হাজার মেট্রিক টন। জেলায় বর্তমানে তরমুজ চাষের সঙ্গে জড়িত প্রায় ৮৭০ জন কৃষক। বিশেষ করে পাঁচবিবি ও সদর উপজেলায় কৃষকরা তরমুজ চাষ করছেন অধিক হারে। সদর উপজেলার  ধলাহার এলাকায়  ইয়েলো বার্ড, মধুমালাসহ বেশ কয়েক প্রকার তরমুজ মাচায় দুলছে। এরমধ্যে ইয়েলোবার্ড জাতের তরমুজ খুব জনপ্রিয়। সারা বছর তরমুজ চাষ হলেও গ্রীষ্মকালীন  তরমুজ চাষ করে  লাভবান হচ্ছেন বলে জানান কৃষকরা।  ধলাহার  গ্রামের তরমুজ চাষি আফজাল হোসেন জানান, জেলার বিভিন্ন স্থানে মাচায় তরমুজ চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে ৫০ শতাংশ জমিতে ও একই এলাকার চাষি  আব্দুর রহমান ৩৩ শতাংশ জমিতে তরমুজ চাষ করেছেন।  তিন মাসের ফসল হিসেবে এসব  তরমুজ চাষ করে খরচ বাদে বিঘা প্রতি প্রায় ৫০ হাজার টাকা লাভ থাকছে বলে জানান কৃষকরা। বর্তমানে বাজারে কলো রংয়ের তরমুজ ১০০ টাকা ও হলুদ রংয়ের তরমুজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। অসময়ে তরমুজ চাষ করে দাম ভালো পাওয়ার কথা জানান, তরমুজ চাষি আফজাল, শহিদুল ও আব্দুর রহমান। সারা বছর তরমুজ চাষ হলেও  বর্তমানে গ্রীষ্মকালীন  তরমুজ চাষে উদ্বুদ্ধ করা এবং কারিগরি সহায়তা প্রদান করেছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’।  জাকস ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন শাহিন জানান, স্থানীয় ভাবে চাষ হওয়া ইয়েলো বার্ড, মধুমালাসহ বেশ কয়েক জাতের তরমুজ সু-স্বাদু হওয়ায় চাহিদা কিছুটা বেশি তাই দামও তুলনা মুলক বেশি পাওয়া যাচ্ছে। মৌসুমী তরমুজ গুলো অন্য জেলা বিশেষ করে দক্ষিণাঞ্চল  থেকে আসে। ওই তরমুজ শেষ হওয়ার পরেই স্থানীয় ভাবে এ তরমুজ  বাজার আসে বলে জানান তিনি। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন জানান, সম্পূর্র্ণ  বিষমুক্ত ভাবে এ তরমুজ চাষ করা হচ্ছে। বাজারে এ তরমুজের চাহিদা একটু বেশি থাকে। ফলে লাভবান হচ্ছেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক কৃষিবিদ  রাহেলা পারভীন জানান, স্বল্প সময়ের ফসল হিসেবে  তরমুজ চাষ বেশ লাভজনক। জয়পুরহাটে চলতি মৌসুমে  সাতশ বিঘার বেশি জমিতে  তরমুজ চাষ হয়েছে।  গ্রীষ্মকালীন  তরমুজ চাষ করে ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন স্থানীয় তরমুজ চাষিরা বলেও জানান তিনি।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments