নিজস্ব প্রতিবেদকঃ আজ মঙ্গলবার বিকেলে ৩ রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগরীতে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন এর কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সেচ, পানি ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রাশেদ খান।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা (২০১২-২০১৯) ও বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।
সরকার মো. আবুল কালাম আজাদ বলেন, আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা সম্ভব। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশর বিস্ময়কর উন্নতি হয়েছে।
বিনম্র শ্রদ্ধায় জাতীয় চার নেতার রাজনৈতিক, সাংগঠনিক, সামাজিক ও কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর সদ্য স্বাধীন দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, ১৫ আগস্ট, ৩রা নভেম্বর এবং ২১ শে আগস্ট একই সূত্রে গাঁথা। বিচার বিভাগীয় কমিশনের গঠনের মাধ্যমে এসব হত্যাকান্ডের নেপথ্য নায়কদেরও বিচারের আওতায় আনতে হবে। তাহলেই এসব জঘন্যতম ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।
সভায় উপস্থিত ছিলেন ফিরোজ আক্তার, ওয়ালীউল্লাহ প্রধান, মহিউদ্দিন ফকির, গোলাম সারোয়ার, মোস্তফা হায়দার, মনোয়ার হোসেন, সানোয়ার হোসেন, সাবিহা আক্তার, মিন্টু খান, রাশেদুল হাসান, বাদল চন্দ্র সহ প্রমুখ নেতৃবৃন্দ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু