গ্রামীণ কৃষি ডেস্কঃ আগামী ১৫ নভেম্বর দুপুর আড়াইটায় রোজ রবিবার, রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (২২/১, তোপখানা রোড, ঢাকায়; জাতীয় প্রেস ক্লাবের অপজিটে) এর কনফারেন্স রুমে (২য় তলা) বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জেলহত্যা দিবস-২০২০ উপলক্ষে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ দেশবরেণ্য বুদ্ধিজীবীরা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকবেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ এক বিবৃতিতে অনুষ্ঠানে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয়, জাতীয় কমিটি সহ ঢাকা বিভাগ ও ঢাকা মহানগর (উত্তর,দক্ষিণ, পূর্ব ও পশ্চিম), ঢাকা জেলা (উত্তর ও দক্ষিণ) এর নেতৃবৃন্দদের যথা সময়ে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
শনিবার সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌ. গাজী আহমেদ উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলোচনা সভা ও দোয়ার ব্যাপারে জানানো হয়।