বরিশাল প্রতিনিধিঃ জেলহত্যা দিবস উপলক্ষে বরিশাল বিভাগ বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বরিশাল কোর্ট কাচারী এলাকায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ বরিশাল বিভাগের সভাপতি মো. ফিরোজ আলম। সঞ্চালনায় ছিলেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাজিম মোল্লা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ বরিশাল মহানগর কমিটির আহবায়ক মো. বাবুল হোসেন। আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।