নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সভাপতিমণ্ডলির সভায় শনিবার পক্ষকালব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ সংগঠনের সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও কৃষকলীগ কেন্দ্রীয় নেতা সরকার আবুল কালাম আজাদ, পিএইচডি৷
কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ্ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট ২০২০ ইং থেকে ৩১ আগস্ট পর্যন্ত করোনাকালীন সময়ে সরকারের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটিসহ সর্বস্তরের কমিটির তত্বাবধানে দেশব্যাপী বিভিন্ন এলাকার মসজিদ /মাদ্রাসা/ স্কুল কিংবা নিরাপদ কোন স্থানে কুরআন তেলাওয়াত, বিশেষ দোয়াসহ অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরন করা হবে৷
১৫ আগস্ট, শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শোক দিবস পালন ও পক্ষকাল ব্যাপী কর্মসূচি চালিয়ে যাবে৷
এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটিসহ জেলা, মহানগর সব শাখায় “শোকাবহ আগষ্ট” এর ব্যানার ও ফেস্টুন লাগানোর ব্যবস্থা করবেন৷