গ্রামীণ কৃষি ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পরিদর্শনকালে এফবিসিসিআই সভাপতি ও এনবিআর চেয়ারম্যান করোনা মহামারিতে দেশের শীর্ষ বাণিজ্য সংস্থা এফবিসিসিআই-এর উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক কর্মকা- নিয়ে আলোচনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সহ সভাপতি রেজাউল করিম রেজনু, পরিচালক মুনির হোসেন এবং সুজিব রঞ্জন দাস।
এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এনবিআর চেয়ারম্যানকে এফবিসিসিআই ইমপ্যাক্ট ৪.০ সম্পর্কে অবহিত করেন।