নিজস্ব প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল,২০২২) ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া ঢাকা-১৬ আসন অন্তর্ভুক্ত পল্লবী থানাধীন ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আতিকুর ইসলাম আতিক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের (বিপিএল) কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।
এ সময় প্রধান আলোচক সরকার আজাদ তাঁর বক্তব্যে বলেন, সিয়াম সাধনা ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দশের জন্য কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ।
ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি আলহাজ্ব তারিকুল ইসলাম তরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর আলাউদ্দিন বাপ্পির সঞ্চালনায়। উপস্হিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম, মো. হানিফ হাজারী, কৃষিবিদ হাসান রুহি, শেখ অলী, সাংবাদিক এস এম জীবন, মো. নজরুল ইসলাম সরকার।
ঢাকা মহানগর উত্তর কমিটির নেতৃবৃন্দের মধ্যে উত্তম কাহার, আরিফ হোসেন, শেখ মোকসেদুল ইসলাম নয়ন, জান্নাত পলি মোরসালিনা আক্তার, শামিমা আক্তার। ঢাকা বিভাগের নেতৃবৃন্দের মধ্যে সহ সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন। দোয়া পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তরের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. জুনায়েদ।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গ্রামীণ কৃষি পত্রিকা।
