নিজস্ব প্রতিবেদক
৪৫ তম জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ঢাকা মহানগরীর মিরপুর ৬ নাম্বারে দুপুরে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা, বিশেষ দোয়া ও দুস্হদের তবারক বিতরন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জনাব সারওয়ার ওয়াদুদ চৌধুরী, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব মো.খবিরুজ্জামান বাচ্চু, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং নির্বাচিত কাউন্সিলর জনাব শিখা চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি গ্রন্হাগারিক (অব.) জনাব আলহাজ্ব মো. আবুল কাসেম সরকার, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মো. হাইউল খাঁন, আমরা পল্লবী বাসী সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব মো.আব্দুল হামিদ।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ পিএইচডি।
সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের সংগঠনের বিশেষ প্রকাশনা ” বিশ্বনেত্রী শেখ হাসিনার দিন বদলের ১০ বছর” গ্রন্হ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রদান করেন। অনুষ্ঠানে তিন হাজার প্যাকেট তবারক বিতরন করা হয়।
অনুষ্ঠানে তবারক বিতরণের পরে পিচ ফোরাম বাংলাদেশ এবং বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে উপস্হিত সকলকে মহামারী করোনা থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য ৩০০০ হাজার পিছ সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয়, ঢাকা বিভাগ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান, সংগঠনের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক, সাবেক মেরিন ছাত্রলীগ নেতা এস এম আশরাফুল আলম,শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল লতিফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদ আলম টিটু, সহ-সম্পাদক সাংবাদিক এস এম জাকারিয়া সোহাগ, মো. মাসুম জাহিদ মাসুদ, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু, কৃষিবিদ হাসান রুহি, মো. হানিফ, শেখ অলি, শেখ জামাল উদ্দিন, হাজী ইলিয়াছুর রহমান বাবুল, সাংবাদিক এস এম জীবন, আফসার আলি, মো. নজরুল ইসলাম ও মো. বাপ্পি। দোয়া পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর এর ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আমির হোসেন।
উল্লেখ্য আজ সকালে সংগঠনের কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।