ভ্রাম্যমাণ প্রতিনিধি
চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ভিতর বৃষ্টির পানি জলাবদ্ধতা সৃষ্টি করেছে। সামনে রাস্তা তৈরীর কাজ চলছে পানি যাওয়ার বিকল্প রাস্তা নাই। বাজার থেকে ছেঙ্গারচর কলেজে যাওয়ার রাস্তারও বেহাল দশা। ছেঙ্গারচর পৌরসভাধীন বারআনী, ছোট ঝিনাইয়া, ঠাকুরচর বিভিন্ন গ্রাম ঘুরে আমাদের প্রতিনিধি জানায়, গ্রামের ভিতরে রাস্তার কিছুটা কাঠামো থাকলেও রাস্তা নাই। পৌরসভার মধ্যে হলেও এইসব এলাকায় বসবাসকারী এলাকাবাসীর সাথে আলোচনা করে জানা গেল তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।

ছেঙ্গারচর কলেজের মূল গেইটের সামনে ইজি বাইকের রমরমা ব্যাবসা। করোনা ভাইরাসের জন্য সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করলেও মতলব উত্তর এলাকায় মাস্কের ব্যবহার শতকরা এক পারসেন্ট।