নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট রীনা পারভীন এবং সদস্য মুরশিদা আক্তার (কেন্দ্রীয় সদস্য, ওয়ার্কাস পার্টি)’কে তাঁদের বাড়ির ছাদে/বেলকনিতে বিষমুক্ত সবজি চাষাবাদ করার জন্য হাইব্রিড ও উন্নত জাতের সবজি বীজ ফ্রী প্রদান করা হয়। সবজি বীজ বিতরণ করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা এবং আমরা পল্লবী বাসী সংগঠন এর সাধারণ সম্পাদক বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।
এই সময় বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি’র সাথে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ’র সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।