বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
- বিজ্ঞাপন -
হোম লাইফস্টাইল চুন ছাড়াই সল্প সময়ে গরুর ভুঁড়ি পরিষ্কার!

চুন ছাড়াই সল্প সময়ে গরুর ভুঁড়ি পরিষ্কার!

গরু-খাসির মাংস খেতে যেমন মজা ভুঁড়িও খেতে অসাধারণ। কোরবানির ঈদে গরু- খাসির ভুঁড়ি নিয়ে ঝামেলায় পড়তে হয় । ভুঁড়ি পরিষ্কার করা খুবই কঠিন ও কষ্টের কাজ।  কাজটি সহজ করার জন্য  অনেকেই চুন ব্যবহার করেন। সহজ উপায়ে আপনি ভুঁড়ি পরিষ্কার করতে পারবেন ঝটপট ।

একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিন। ভুঁড়ি ছোট টুকরা করে কেটে নিন। প্রতিটি টুকরা আলাদা আলাদা করে ধুয়ে পরিষ্কার করুন। পানি ফুটে উঠলে খানিকটা পানি আলাদা পাত্রে নিয়ে ভুঁড়ির কালো পাশটি পানিতে দিয়ে দিন। ১২ থেকে ১৩ সেকেন্ড রেখে তুলে নিন।

একটি চামচ দিয়ে ধরে আরেকটি চামচ দিয়ে আঁচড়ে কালো ময়লা তুলে নিন। একটু ঠাণ্ডা হলে চামচ সরিয়ে হাত দিয়ে ধরে আঁচড়ে তুলুন কালো ময়লা। ভুঁড়ির যে অংশ খাঁজকাটা থাকে, সেই অংশ আরো কয়েক সেকেন্ড বেশি ভেজাবেন গরম পানিতে। চামচের বদলে স্টিলের গ্লাস দিয়েও ওঠাতে পারেন ময়লা। তবে ১৩ থেকে ১৭ সেকেন্ডের বেশি গরম পানিতে রাখবেন না ভুঁড়ি-ময়লা আরো আটকে যেতে পারে।

ভালো করে পরিষ্কার করার পর কলের পানি দিয়ে ধুয়ে নিন। পানি নেবেন যেন ভুঁড়ি ডুবে থাকে পুরোপুরি। ১ থেকে দেড় চা চামচ হলুদ দিয়ে দিন পানিতে। চুলার আঁচ বাড়িয়ে সিদ্ধ করুন ভুঁড়ি। পেছনের অংশের পাতলা আবরণ উঠিয়ে ফেলুন। তাহলে আরো দ্রুত পরিষ্কার হবে ভুঁড়ি।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

১৪ সেপ্টেম্বর ছাত্র-অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভাঃ সালেহউদ্দিন

সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের শহিদদের অবদান স্মরণে সরকার ১৪ সেপ্টেম্বর রাজধানীতে একটি স্মরণ সভা করতে যাচ্ছে।আজ সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে...

কাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, জুম চাষে আগুন লাগলে যেমন এর আশেপাশের সবকিছুই পুড়ে ছাড়খার হয়ে যায়- ঠিক তেমনি...

অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধঃ পরিবেশ উপদেষ্টা

আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালিন সরকারের পরিবেশ, বন ও...

বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পিছিয়ে রাখা হবে নাঃ পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সবাইকে আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি আশ্বস্ত করে বলেন, বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে...

Recent Comments