- নগর প্রতিনিধিঃ
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের সঙ্গে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মতলব উত্তর উপজেলার বন্ধু সংগঠন দুরন্ত’৯৭-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম রসুল ঢালী, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন ফরহাদ, সহ-সভাপতি যথাক্রমে- সৈয়দ কামাল হোসেন, হাবিব উল্লাহ বারী চৌধুরী (সোহাগ), সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ্, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা বাবু, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন তুহিন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ওমর ফারুক টিটু।
এছাড়া প্রধান নির্বাচন কমিশনার গোলাম রাব্বানী পাপ্পু, নির্বাচন কমিশনার শিমুল সরকার উপস্থিত ছিলেন।