সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জ চাঁদপুরে এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন

চাঁদপুরে এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধিঃ

বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জন্মশতবার্ষিকীতে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ স্নোগানকে সামনে রেখে এলজিইডি যথাযথ মর্যাদার সঙ্গে মুজিববর্ষ পালনের অংশ হিসেবে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর -২০২০ ইং আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

গত ১ অক্টোবর বেলা সাড়ে ১২টায় চাঁদপুর সদর উপজেলার ডাসাদী বাজারে বিটি সড়কের সংস্কার কাজের মধ্য দিয়ে এ মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক)মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

বিশেষ অতিথি ছিলেন এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস, সিনিয়র সহকারী প্রকৌশলী এ.এস.এম. রাফেউল ইসলাম ও সদর উপজেলা প্রকৌশলী এ.এস.এম. রাশেদুর রহমান।

চাঁদপুর জেলায় মোট ৫৭৪১ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ২০৯৯ কিলোমিটার পাকা সড়ক রয়েছে এবং ৫৩টি সড়কে ১৫২ কিলোমিটার সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণের কার্যক্রম শুরু হয়েছে। এই কাজে ১৬জন সুপারভাইজার এবং ১৬৯ জন কর্মীর সমন্বয়ে কার্যক্রম চলছে। তাছাড়া জঊজগচ-৩ প্রকল্পের আওতায় ৫ বছর মেয়াদী ৮৯০ জন কর্মী ৬৩১টি সড়কে ১৭৮০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। মুজিববর্ষে সড়ক সংস্কারের মাধ্যমে সড়ক নেটওয়ার্ক নিরাপদ রাখার পাশাপাশি ১০৬৪ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। যা অন্য যে কোনো বছরের তুলনায় প্রায় ৩০০ গুণ বেশি।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি জুম অ্যাপসের মাধ্যমে ডিজিটাল সভায় উক্ত কর্মসূচির উদ্বোধন করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে উঠে হাতিয়ার চরঈশ্বর সবজি বাজার

ভোরের আলো ফোটার আগেই ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে সরগরম হয়ে উঠে হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের নিরাপদ সবজি বাজার। কৃষকদের পরম যত্নে আবাদ করা সবজি বিক্রি হয়...

আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাইঃ প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এযাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত...

পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের কাজ যেন দৃশ্যমান হয় ইউএনডিপি নতুন প্রকল্প বাস্তবায়নে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র পরামর্শ

ইকোসিস্টেম, প্রকৃতি ও পরিবেশ সবকিছুর অবস্থান যা যেখানে আছে তা ঠিক রেখে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন করতে হবে। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের...

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল ১০টায় এই দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে।

Recent Comments