শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম খেলাধুলাচলে গেলেন ফুটবলের রাজপুত্র, দিয়াগো ম্যারাডোনা

চলে গেলেন ফুটবলের রাজপুত্র, দিয়াগো ম্যারাডোনা

ক্রীড়া ডেস্কঃ আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তার এক মুখপাত্র বুধবার (২৫ নভেম্বর) এই ঘোষণা দিয়েছেন।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মৃত্যুবরণ করেছেন বলে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন তার এক প্রতিনিধি।
কয়েক সপ্তাহ আগে ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপাচার করানো হয়েছিল। ওই সময় তার মস্তিষ্ক থেকে রক্তপিন্ড অপসারণ করা হয়েছিল বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছিলেন। ছাড়া পাবার দুই সপ্তাহ পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই ফুটবল কিংবদন্তী।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments