টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হলেন কাজী সালাউদ্দিন।শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভোটার ছিলেন ১৩৯ জন। ভোট পড়েছে ১৩৫টি।
আশির দশকে দেশের ফুটবলের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় সালাউদ্দিন ভোট পেয়েছেন ৯৪টি। তার প্রতিন্দ্বন্দি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে দাঁড়ানো বাদল রায় ৪০টি ও শফিকুল ইসলাম (মানিক) ১টি ভোট পেয়েছেন।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী। টানা চতুর্থবারের মতো সিনিয়র সহ-সভাপতি হলেন তিনি। সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ থেকেই সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মুর্শেদী।
মুর্শেদী পেয়েছেন ৯১ ভোট। তাঁর প্রতিন্দ্বন্দি শেখ আসলাম পেয়েছেন ৪৪ ভোট।
২০০৮ সালে প্রথমবার বাফুফের সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন। ঐ নির্বাচনে মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরিকে হারিয়েছিলেন সালাউদ্দিন।
চার বছর পর বিনা প্রতিন্দ্বন্দিতায় দ্বিতীয়বারের মত বাফুফের সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন। ২০১৬ সালে কামরুল আশরাফ খানকে হারিয়ে তৃতীয়বারের মতো দেশের ফুটবলের সভাপতির পদ পান কিংবদন্তি ফুটবলার সালাউদ্দিন।