গ্রামীণ কৃষি ডেস্কঃ আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন ভবনে আজ এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, প্রত্যেকটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। যে পর্যায়ে নির্বাচন স্থগিত করা হয়েছিল, সেখান থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু হবে। সংরক্ষিত ওয়ার্ড ৬ নম্বর এবং সাধারণ ৩০, ৩৭ ও ৪০ নম্বর ওয়ার্ডের প্রার্থীর মৃত্যুর কারণে এসব ওয়ার্ডে পুনরায় তফসিল ঘোষণা করা হবে। তবে যারা প্রার্থী আছেন, তাদের প্রার্থীতা বহাল থাকবে। তাদের আর নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। যারা নতুন করে প্রার্থী হতে ইচ্ছুক শুধু তারাই মনোনয়নপ্রত্র দাখিল করতে পারবেন। এসব ওয়ার্ডেও ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচিত কর্পোরেশনের মেয়াদ শেষ হয় গত ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সে হিসাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।