লাইফস্টাইল ডেস্কঃ ঘড়ি পরেন নিশ্চয়ই-কোন হাতে? বাম হাতে নাকি ডান হাতে? উত্তরটা যদি হয় বাম হাতে, তাহলে আপনার জন্য প্রশ্ন, কেন বাম হাতে ঘড়ি পরেন? নিশ্চয়ই উত্তর হবে সবাই পরে তাই আমিও পরি।
প্রথম যখন ঘড়ি আবিস্কার হয় তখন হাতে পরার কথা কেউ চিন্তাও করেনি। মানে হাতে ঘড়ি রেখে সময় দেখার ব্যাপারটা। কারণ তখন ঘড়ি রাখা হত পকেটে। তাহলে কিভাবে এই ঘড়ি আমাদের হাতের কব্জিতে তার জায়গা করে নিলো, এবং কেন বাম হাতেই?
কিন্তু এর পেছনে রয়েছে এক মজার ইতিহাস। বোর যুদ্ধের সময় যখন আমেরিকান সৈনিকরা দক্ষিন আফ্রিকার রিপাবলিক ধ্বংস করতে নামে, তখন একদল সৈনিক চামড়ার স্ট্রাপে ঘড়ি আটকে কবজিতে পরা শুরু করে। কারন তাদের মূল লক্ষ ছিলো মিলিটারি অপারেশনের প্রত্যেকটা মিনিট নথিবদ্ধ করা। আর এমনটা করতে গেলে তাদের বার বার পকেট থেকে ঘড়ি বের করতে হত। যেটা যুদ্ধের ময়দানে টাইম কিলার ছিলো।
কিন্তু বাম হাতে কেন, কারন পৃথিবীর বেশিরভাগ মানুষ ডানহাতি, এবং তারা ডান হাতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। ডান হাতে ঘড়ি পরলে কাজ বন্ধ করে সময় দেখতে হত তাছাড়া সেই সময় ঘড়ি ছিলো খুবই ভঙ্গুর, তাই কিছুটা বাধ্য হয়েও বাম হাতেই পরতে হতো। কিন্তু এই অভ্যাসটা আমাদের নিয়মে পরিনত হয়।
তবে মজার কথা হচ্ছে, শারীরিক গঠন অনুযায়ী, বিজ্ঞান বলে ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে ঘড়ি পরা উচিৎ। কিন্তু এই নিয়মটা কেউ মানে না।
ছবি ও তথ্যসূত্রঃ সংগৃহীত