খুলনা জেলা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে খুলনা বিভাগ বঙ্গবন্ধু পেশাজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্ব মো: আব্দুস সালাম।বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান এড. হেমন্ত সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক সরকার মো: আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ ; কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান ; ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আহবায়ক মাহবুবুর রহমান জাকির, খুলনা মহানগর কৃষক লীগের সহ সভাপতি মো. মন্তাকিম।
আলোচনায় অংশ গ্রহন করেন খুলনা মহানগর কমিটির সভাপতি ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কান্তি দাস, সাংবাদিক রাশেদুল ইসলাম, লিভানা পারভীন, আবদুল মান্নান শেখ, অশোক পোদ্দার, রোটারিয়ান বিজন সহ প্রমূখ নেতৃবৃন্দ।
খুলনা বিভাগের বর্ধিত সভায় বিভাগের অর্ন্তরগত ১০টি জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।