মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক কোভিড-১৯ এ বিশ্বে ৫ কোটিরও বেশি লোক আক্রান্ত

কোভিড-১৯ এ বিশ্বে ৫ কোটিরও বেশি লোক আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে এ পর্যন্ত ৫ কোটিরও বেশি লোক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য থেকে রোববার এ কথা জানা গেছে।
সূত্র মতে, বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৫ কোটি ৫২ হাজার ২০৪ জন। মারা গেছে ১২ লাখ ৫২ হাজার ৪৭১ জন। সুস্থ হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ২৩৬ জন।
সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এ সংখ্যা ৯৮ লাখ ৭৯ হাজার ৩২৩ জন। এরপরেই রয়েছে ভারতের অবস্থান। এ সংখ্যা ৮৫ লাখ ৭ হাজার ৭৫৪ জন। তৃতীয় অবস্থানে ব্রাজিল। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৫৩ হাজার ৫৬১ জন।
করোনা আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৭৪ হাজার ৩৩৪ জন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

বরগুনার সওদাগর পাড়া এখন সবজির গ্রাম

বরগুনা জেলার তালতলী উপজেলার সওদাগর পাড়া গ্রামে লবণাক্ত জমিতে সবজি চাষ করে ২২০ জন চাষীর ভাগ্য ফিরেছে। বর্তমানে ওই গ্রামটি পরিচিতি পেয়েছে...

ট্রাম্পের অভিষেক উপলক্ষে ঢাকার অভিনন্দন

ওয়াশিংটন ডিসিতে কয়েক ঘণ্টার মধ্যে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার প্রাক্কালে ঢাকা আজ তাকে অভিনন্দন জানিয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাবোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে আজ ঢাকা ত্যাগ করবেন।

তিস্তা ব্যারেজ কমান্ড এলাকায় সেচের পানি দেওয়া শুরু 

তিস্তা ব্যারেজ কমান্ড এলাকায় চলতি বোরো মৌসুমে ক্যানেলগুলোতে সেচের পানি দেওয়া শুরু হয়েছে। ফলে কমান্ড এলাকায় কৃষকরা বোরো চাষে মাঠে নেমে পড়েছেন।...

Recent Comments