নগর প্রতিনিধি
শনিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন,বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একই সঙ্গে মন্ত্রীর ভাষ্য, যখনই কোনো অপরাধীর বিচার করবেন না, তাদের প্রশ্রয় দেবেন, দায়মুক্তি দেবেন, তখন অপরাধীরা ভেবে নেয় অপরাধ করলে কিছুই হয় না, করে যাই।
বারের রাজনৈতিক প্রভাবের সমালোচনা করে সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির সাবেক এই সম্পাদক বলেন, ‘বিচার বিভাগকে শক্তিশালী করতে হলে প্রয়োজন শক্তিশালী বার (আইনজীবীসমিতি)। বারের রাজনীতির প্রভাব কিছু কিছু সময় এতবেশি হয়ে যায়, তখন মনে হয় এটি কোনও রাজনৈতিক কার্যালয় হয়ে গেছে।আমাদের রাজনীতিকে রাজনীতির পরিসরে রাখা উচিত। বিচারিক অঙ্গনকে এমন কোনো পর্যায়ে নেয়া যাবে না, যেন একজন আইনজীবী আরেকজনের পক্ষে কথা বলতে পারবে না।’
সাম্প্রতিক সময়ে বারের এই অবনতি হয়েছে।আর এই অবনতির জন্য আইনজীবীদের দায়ী করেন শ ম রেজাউল হক। তিনি বলেন, ‘এই অবনতি সাম্প্রতিক সময়ে ঘটেছে।এই অবনতির জন্য আমরাই দায়ী।তাই সেই অবনতি থেকে আমাদের উত্তরণ অবশ্যই প্রয়োজন। না হলে আমাদের বিচার বিভাগ থাকবে না।’
বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতাকে ভীষণ ভাবে বিশ্বাস করে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতাকে ভীষণভাবে বিশ্বাস করে। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর অনেকেই বলেছেন বিচার হবে না। সেই দাম্ভিকতা কিন্তু চূর্ণ হয়েছে। তিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। বিডিআরকে নিয়ে অনেক শক্তি দেখানোর চেষ্টা হয়েছিল। কিন্তু তার বিচার হয়েছে। সে কারণেই অপরাধী যে দলেরই হোক তাদের আমরা প্রশ্রয় দেব না।’