মো. জসিম (চট্টগ্রাম)।। বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো.আবুল কালাম আজাদ এর অনুপ্রেরনায় সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম-আহ্বায়ক শফি সওদাগর কৃষি কাজে নিজ জমিতে জৈব সার ব্যবহার করছেন।
জৈব কৃষি এমন একটি আদর্শ পদ্ধতি, যা প্রকৃতির সঙ্গে সমন্বিত ও টেকসই। জৈব কৃষি পদ্ধতিতে মাটি সব সময় উর্বর থাকে ও এই উর্বরতা উত্তরোত্তর বাড়তে থাকে। জৈব কৃষিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার ব্যবহার করা হয়। এই ধরনের জৈবসারের উৎস হচ্ছে খামারজাত সার, কম্পোস্ট সার, আবর্জনা সার, কেঁচো সার, উদ্ভিদ ও জৈব উৎস থেকে পাওয়া অন্যান্য বর্জ্য পদার্থ, হাঁস-মুরগির বিষ্ঠা, হাড়ের গুঁড়া, সবুজ সার, ছাই। জৈব কৃষিতে কিছু কিছু পাতা, কাণ্ড, ডাল, মূল অথবা বাকলের রস কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়।