শোয়েব মোহাম্মদ সালেহীন
বই পরিচিতি কৃষিতে বার মাস: বৈশাখ মাস থেকে চৈএ মাস পর্যন্ত একজন কৃষক কিভাবে, কখন, কি চাষাবাদ করবেন এবং ইংরেজি ও বাংলা মাসের বিস্তারিত বিবরণ ও বিশিষ্ট ব্যক্তিদের অভিমত নিয়ে আকর্ষনীয় প্রচ্ছদে এই বইটি লেখা।
লেখক মাঠ পর্যায়ে তাঁর কাজের অভিজ্ঞতার আলোকে বইটি লিখেছেন।তাঁর প্রকাশিত কৃষি বিষয়ক লেখার সংখ্যা প্রায় পাঁচ হাজার। বইটির লেখক: ড.সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ। বইটির মূল্য: ১৫০টাকা।
প্রকাশক: মার্ভেলাস এগ্রোঃ লিঃ, ঢাকা। বইটি সংগ্রহের জন্য যোগাযোগ করুন: # কৃষি তথ্য সার্ভিস, খামার বাড়ী, ফার্মগেট, ঢাকা। # মোবাইল: ০১৭২০২৫৬৪৫৭। বইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রণ্হাগারে খুঁজে পেতে এই কল R025-31 / C-1-2 নম্বরটি ব্যবহার করুন।