মো.আবু হানিফঃ সকালের বাতাস কুয়াশাসিক্ত। সবুজে ভরে উঠেছে ফসলের মাঠ। বিস্তীর্ণ মাঠজুড়ে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন ও লাল শাকসহ রকমারি শীতকালীন সবজি। ক্ষেতের এসব ফসল পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। কাকডাকা ভোরে কোদাল, পাচুন, মাথাইল নিয়ে বেরিয়ে পড়েন তারা। ক্ষেতে নেমে পড়েন সবজি পরিচর্যায়।
কৃষকের সবজি ক্ষেত পরিদর্শন শেষে কৃষক ভাইকে পরামর্শ প্রদান করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক ও গবেষক সরকার মো.আবুল কালাম আজাদ।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরকার আজাদ বলেন,কৃষিক্ষেত্রে বিভিন্ন খাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা বর্তমান সরকারের কৃষি ভাবনার এক বাস্তব প্রতিফলন। ফসল আবাদের জন্য কৃষক এখন বেশি পরিমাণ গুণগতমান সম্পন্ন ফসলের বীজপাচ্ছেন। কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার উন্নয়ন সাধন বর্তমান সরকারের আরেকটি সাফল্য।দেশে বর্তমান সরকারের আমলে ডিজিটাল কৃষি ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। আসুন আমরা যার যার অবস্হান থেকে কৃষক ভাইদের পাশে দাড়াই।