গ্রামীণ কৃষি ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার তার মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ পদে কয়েক জনের নাম ঘোষণা করেছেন। তিনি তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীর্ঘদিন ধরে পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করা অ্যান্টনি ব্লিনকেনকে এবং তার বিশেষ জলবায়ু দূত হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রধান কূটনীতিক জন কেরিকে বেছে নিচ্ছেন। খবর এএফপি’র।
এছাড়া বাইডেন এ যাবতকালের মধ্যে এই প্রথমবারের মতো কিউবা বশোদ্ভূত আইনজীবী আলেজান্দ্র মেয়রকাসকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধানের পদে মনোনয়ন দিয়েছেন। বিভাগটি অভিবাসন বিষয় দেখভাল করে থাকে।
তিনি সিআইএ’র সাবেক ডেপুটি ডিরেক্টর অভরিণ হাইনেসকে জাতীয় গোয়েন্ট বিভাগের পরিচালক হিসেবে বেছে নিয়েছেন।
তারা সকলে ওবামা-বাইডেনের সাবেক প্রশাসনের ঝানু সদস্য এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির ব্যাপারে সিদ্ধান্তে আসার ক্ষেত্রে আমাদের সময় নষ্ট করার কোন সুযোগ নেই।’
তিনি বলেন, ‘এসব ব্যক্তি স্ব-স্ব ক্ষেত্রে অনেক অভিজ্ঞ এবং সংকটপূর্ণ সময়ে কাজে পারদর্শি। তারা সকলের উদ্ভাবনী শক্তি রয়েছে এবং অনেক দূরদর্শি সম্পন্ন।’