কুমিল্লা প্রতিনিধি
এবার পাট চাষীদের মুখে হাসি ফুটেছে কুমিল্লা (দক্ষিণ) জেলায়। বিগত কয়েক বছরের মধ্যে এবার জেলায় পাটের দাম সর্বোচ্চ। কুমিল্লা জেলার স্থানীয় হাট বাজারগুলোতে প্রতি মণ পাট ২ হাজার থেকে ২ হাজার ৩ শত টাকা দরে পাট বিক্রি হচ্ছে। চলতি বছরে করোনার কারণে জেলায় পাটের উৎপাদিত পাটের দাম পেয়ে পাট চাষীরা খুশি।
দোল্লাই নবাবপুর (কুমিল্লা) হাটে পাট বিক্রি করতে আসা এক পাট চাষী বলেন, অন্য বছরের তুলনায় এবার পাট চাষ করে লাভবান হয়েছি। আগের বছরগুলোর ১ হাজার থেকে ১ হাজার ২ শত টাকার ওপর বাজারে পাট বিক্রি করতে পারতেন না। তবে এবার দাম ভালো।
কুমিল্লা জেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের কর্মকর্তা সুরজিত দত্ত বলেন,জেলার পনেরটি উপজেলার সব জায়গায় কমবেশি পাট চাষ করা হয়েছে। তবে চলতি মৌসুমের এবার করোনার প্রভাব এবং বৃষ্টিপাত বেশি হওয়ায় পাটের বাম্পার ফলন একটু ব্যাহত হয়েছে।
তিনি আরও বলেন,বিগত দুই তিন বছর কাঁচাপাটের রপ্তানি বন্ধ ছিল। বর্তমানে কাঁচাপাটের রপ্তানির প্রতিবন্ধকতা না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছেন। ফলে কৃষকরা পাট চাষে আগ্রহী হবেন। আশা করি আবারও ফিরে আসবে পাটের সেই সুদিন।