বুধবার, মার্চ ২৬, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম মহানগর কালুনগর খালের উপর নির্মিত ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি

কালুনগর খালের উপর নির্মিত ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি

গ্রামীণ কৃষি ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতগুলোর ধারাবাহিক নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দক্ষিণ সিটির অঞ্চল এর ২২ নম্বর ওয়ার্ডের কালুনগর খালের দুই পাশে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এই উচ্ছেদ কার্যক্রমের নেতৃত্ব দেন।এ সময় অঞ্চল-৩ এর প্রকৌশলীদের দ্বারা চিহ্নিত কালুনগর খালের রেলিং এর উপর ইটের গাঁথুনি দিয়ে তৈরি স্থাপনাসমূহ অপসারণ করা হয়। অভিযানে কালুনগর খালের রেলিং এর উপর অবৈধভাবে নির্মিত ১০টি দোকান উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিচালিত অভিযান সম্পর্কে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ডিএসসিসির অঞ্চল-৩ এর প্রকৌশলীগণ কালুনগর খালের উপর নির্মিত দশটি অবৈধ স্থাপনা চিহ্নিত করে দেন। আমরা সেসব স্থাপনা অপসারণ করেছি। এই স্থাপনাগুলো কালুনগর বড় মসজিদ কমিটি কর্তৃক নির্মিত বলে আমরা জানতে পারি। উচ্ছেদ পরবর্তীতে আমরা মসজিদ কমিটিকে খালের উপর স্থাপনা নির্মাণের ব্যাপারে সতর্ক থাকতে এবং খালের রেলিং হতে ৫ ফুট দূরত্বে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের পরামর্শ দেই। কমিটি এ বিষয়ে আরও সচেতন থাকার ও ডিএসসিসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অভিযান প্রসঙ্গে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, কালুনগর খালে প্রবাহ সৃষ্টি ও খালের মধ্যে বর্জ্য ফেলা প্রতিরোধ করতে উভয় পাশে ফেন্সিং এর নির্দেশনা দিয়েছেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেয়র মহোদয়ের সেই নির্দেশনা অনুসারে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগ ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। তারই ধারাবাহিকতায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামীতে কালুনগর খাল ঘিরে গড়ে ওঠা স্থায়ী-অস্থায়ী সকল অবৈধ স্থাপনা অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments