বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক করোনার প্রথম টিকা দেয়া হয়েছে ব্রিটেনে ৯০ বছরের এক নারীকে

করোনার প্রথম টিকা দেয়া হয়েছে ব্রিটেনে ৯০ বছরের এক নারীকে

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনে ৯০ বছরের এক নারীকে দেয়া হয়েছে করোনা ভাইরাসের প্রথম টিকা। দেশটিতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) শুরু হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা দেয়ার বৃহৎ কর্মসূচি। একে ব্রিটেনবাসীর জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত মনে করা হচ্ছে।
মধ্য ইংল্যান্ডের কনভেন্ট্রির এক হাসপাতালে মার্গারেট কেনানকে দেয়া হয়েছে এই টিকা। আগামী সপ্তাহে তিনি ৯১ তে পা রাখবেন।
মার্গারেট বলেন, এটি আমার জন্যে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। টিকা গ্রহণকারী প্রথম ব্যক্তি হিসেবে নিজেকে খুব সুবিধাপ্রাপ্ত মনে করছি।
ব্রিটেনে প্রথম ধাপে সবচেয়ে ঝুঁকিতে থাকা নাগরকিদের টিকা দেয়া হচ্ছে। চিকিৎসা কর্মী, ৮০বছরের বেশি বয়স্ক ব্যক্তি, কেয়ারহোমের কর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা পাবেন।

বিশ্বে প্রথম দেশ হিসেবে গত সপ্তাহে ব্রিটেন ফাইজার-বায়োএনটেকের টিকাটির অনুমোদন দেয়।
বিশ্বে যে কটি দেশ করোনায় সবচেয়ে বেশি পর্যুদস্ত হয়েছে ব্রিটেন তার একটি। দেশটির সরকার ইতিমধ্যে ২ কোটি মানুষের জন্য ৪ কোটি ডোজ টিকার ব্যবস্থা করেছে। প্রথম দফায় ৮ লাখ লোককে টিকা প্রদান করা হবে।
আজ মঙ্গলবার যারা প্রথম টিকা নেবেন তাদেরকে ২১ দিনের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এই কর্মসূচিকে করোনা ভাইরাস মোকাবেলায় বিশাল পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়ার সূচনাকে একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি জনস্বাস্থ্য রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতামূলক ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছেন।
দেশটির ৫০টি হাসপাতাল থেকে করোনার টিকা দেয়া হবে। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডেও আজ টিকা দেয়ার কাজ শুরু হচ্ছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির...

ভারসাম্য, ক্ষমতায়ন এবং উদ্ভাবনী শক্তিতে পার্বত্যবাসীকে আরও বেশি পারদর্শী হতে হবেঃ উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপদ্রীপ চাকমা বলেছেন, পরিবেশ সুরক্ষায় ৪০ শতাংশ অক্সিজেন পাওয়া যায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলা থেকে।...

আজ শুরু হচ্ছে ১১তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সামরিক সংলাপ

১১তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সামরিক সংলাপ আজ ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে শুরু হচ্ছে। সংলাপটি ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। আন্তঃবাহিনী জনসংযোগ...

গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবেঃ সংস্কার কমিশন 

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যম সংশ্লিষ্ট সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং অনলাইন নিউজ পোর্টালের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের স্বার্থে কাজ...

Recent Comments