শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক করোনামুক্ত হওয়ার দাবি ট্রাম্পের॥ নির্বাচনী লড়াইয়ে শামিল হতেও প্রস্তুত তিনি

করোনামুক্ত হওয়ার দাবি ট্রাম্পের॥ নির্বাচনী লড়াইয়ে শামিল হতেও প্রস্তুত তিনি

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার কোভিড -১৯ থেকে ত্াঁর সেরে ওঠার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি নির্বাচনী লড়াইয়ে শামিল হতে প্রস্তুত বলেও জানিয়েছেন।
এর আগে শনিবার তারঁ ডাক্তাররা অন্য কাউকে সংক্রমিত করার ঝুঁকিতে ট্রাম্প নেই এ কথা ঘোষণা করেন এবং একইসঙ্গে তারা নির্বাচনী প্রচারণায় তাকে ফিরে যাওয়ারও অনুমোদন দেন।
তবে ডাক্তাররা তাকে এখনও ভাইরাস মুক্ত ঘোষণা করেননি। এছাড়া ট্রাম্প নিজে যে দাবি করেছেন তাও প্রমাণিত নয়।
কিন্তু ট্রাম্প ফক্স নিউজকে বলেন, মনে হচ্ছে আমি সেরে উঠেছি। করোনা প্রতিরোধী হয়েছি। হতে পারে এটি দীর্ঘসময় কিংবা স্বল্পসময়ের জন্য। হতে পারে সারা জীবনের জন্য। কিন্তু আমি সুস্থ।
তিনি জো বাইডেনের প্রসঙ্গ তুলে ধরে আরো বলেন, এখন আপনারা এমন একজন প্রেসিডেন্ট পেলেন যাকে বিরোধীর মতো বেজমেন্টে লুকিয়ে থাকতে হবে না।
উল্লেখ্য, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন করোনা শুরুর প্রথমদিকে নানা ধরণের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করায় ট্রাম্প তার তীব্র সমালোচনা করে বাইডেনকে ‘স্লিপি জো’ডাকতেন এবং বলতেন, তিনি করোনার ভয়ে বেজমেন্টে লুকিয়ে আছেন।
তবে বর্তমানে বাইডেন আসন্ন নির্বাচনী প্রচারণা নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন।
এদিকে সেরে ওঠার দাবি করা নিয়ে টাম্পের রোববারের টুইটটি লুকিয়ে ফেলেছে টুইটার কোম্পানী। তাদের দাবি পোস্টটি ক্ষতিকর সম্ভাব্য ভুল তথ্য সরবরাহ করছে যা বিভ্রান্তিকর। – বাসস

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

লালমনিরহাটে আলু-পেঁয়াজ-সবজির বাজারে স্বস্তি

জেলার বাজারগুলোতে শীতকালীন সবজি, আলু ও পেঁয়াজের দামে স্বস্তি ফিরেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এসব পণ্যের কেজি প্রতি দাম কমেছে ২০ টাকা থেকে...

তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের চিত্র পাল্টে যাবেঃ বিএনপি মহাসচিব 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত। তাদের মেধা শক্তি অনেক ভালো। তরুণদের...

সোমবার ট্রাম্পের জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন

ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলে...

কৃষিতে নারীশ্রম, ফসলে চওড়া হাসি

অগ্রহায়ণ শেষে পৌষের আগমন। প্রকৃতিতে ইতোমধ্যে শীতের দাপট। আমন ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম শেষ। এখন চলছে নানা ধরনের শাক-সবজি আর শস্য...

Recent Comments