বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম খেলাধুলাএশিয়া কাপ ক্রিকেট ২০২৫ঃ বাংলাদেশের প্রত্যাশা

এশিয়া কাপ ক্রিকেট ২০২৫ঃ বাংলাদেশের প্রত্যাশা

মোঃ সামসুল ইসলাম

এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট -২০২৫, ১৭ তম এই আসর শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর ২০২৫। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই মহাদেশীয় প্রতিযোগিতায় ৮ টি দল দুই গ্রুপে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলবে।

এ গ্রুপে আছে ৮ বারের চ্যাম্পিয়ন ভারত, ২ বারের চ্যাম্পিয়ন পাকিস্তান, ওমান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ গ্রুপ ‘বি’ তে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং-এর সঙ্গে খেলবে। বাংলাদেশ তাদের গ্রুপে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মুখে পড়লেও, পাকিস্তান, শ্রীলঙ্কা (৬ বারের চ্যাম্পিয়ন), এবং নেদারল্যান্ডস-এর বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের ফলে বেশ আত্মবিশ্বাসী আছে। বাংলাদেশ এর আগে ২০১২, ২০১৬ এবং ২০১৮ আসরে ফাইনাল খেলেছে কিন্তু শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি।

যদিও কিছু বিশ্লেষক, যেমন-ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন-বাংলাদেশের জন্য সুপার ফোরে যাওয়া কঠিন হতে পারে। রবি শাস্ত্রি অবশ্য বলছেন-বাংলাদেশ বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে যাবে। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রকাশ করেছেন, যেমনটি আশাবাদী জাকের আলী অনিকের। তবে আমি মনে করি বাংলাদেশ সুপার ফোরে যাবে এবং ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে এবারের আসরে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের খেলাগুলো। মূলত এই টুর্নামেন্টটি আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আয়োজন করা হচ্ছে। প্রথম ম্যাচে আফগানিস্তান হংকংকে ৯৪ রানে পরাজিত করে দারুণ শুরু করেছে। বাংলাদেশ ১১ তারিখ হংকং, ১৩ তারিখ শ্রীলংকা এবং ১৬ তারিখ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে।
বাংলাদেশ দলের জন্য শুভ কামনা রইলো।

লেখকঃ জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments