মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম মহানগর উবার ড্রাইভার কর্তৃক যাত্রী হয়রানি!

উবার ড্রাইভার কর্তৃক যাত্রী হয়রানি!

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ রোববার (১১ অক্টোবর) ঢাকার সদর ঘাটের লাল কুঠি (চাঁদপুর) লঞ্চ ঘাটে উবার ড্রাইভার কর্তৃক মহিলা যাত্রী হয়রানির শিকার হয়েছে। জানা যায় রাত আনুমানিক ৯ টায় যাত্রী উবারের অ্যাপস থেকে গাড়ি কনফার্ম করার পর নয়বার মোবাইল ফোনে ড্রাইভারের সাথে কথা বলে লোকেশান সম্পর্কে অবগত করে, ড্রাইভার তাদেরকে অপেক্ষা করতে বলে। তারপর প্রায় কুড়িমিনিট অতিবাহিত হওয়ার পর যাত্রী সামনে এগিয়ে তিনশত মিটার দূরে গাড়ির নাম্বার দেখে গাড়িতে উঠতে গেলে ড্রাইভার বলে আমি যাবো না। আপনারা অন্য উবার দেখেন। তাকে অনুরোধ করলে ড্রাইভার অসৌজন্যমূলক আচরন ও মারমুখী হয়। ফলে যাত্রী ভদ্রমহিলা ও সাথে থাকা দুইটি ছোট বাচ্চা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।

জানা যায় গাড়ির ড্রাইভারের নাম মো. লাবলু, গাড়ি নম্বর গ ২৯৮৮৩০। আশেপাশে থেমে থাকা অন্য গাড়ির ড্রাইভাররা জানান উবার ড্রাইভারই প্রকৃত পক্ষে দায়ী এবং এই ড্রাইভারকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরন করতে দেখা গেছে। উক্ত ড্রাইভার নাকি সন্ত্রাসী কার্যকলাপের সাথেও জড়িত বলে জানান।

উবারের মতো স্বনামধন্য কোম্পানির উচিত উবারের সাথে কাজ করার আগে তাদের সম্পর্কে ভালোভাবে জেনে তাদেরকে কাজ করার অনুমতি দেওয়া। অন্যথায় যাত্রী হয়রানি হতেই থাকবে। ফলে উবারের প্রতি যাত্রীদের আস্হা কমে যাবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

বরগুনার সওদাগর পাড়া এখন সবজির গ্রাম

বরগুনা জেলার তালতলী উপজেলার সওদাগর পাড়া গ্রামে লবণাক্ত জমিতে সবজি চাষ করে ২২০ জন চাষীর ভাগ্য ফিরেছে। বর্তমানে ওই গ্রামটি পরিচিতি পেয়েছে...

ট্রাম্পের অভিষেক উপলক্ষে ঢাকার অভিনন্দন

ওয়াশিংটন ডিসিতে কয়েক ঘণ্টার মধ্যে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার প্রাক্কালে ঢাকা আজ তাকে অভিনন্দন জানিয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাবোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে আজ ঢাকা ত্যাগ করবেন।

তিস্তা ব্যারেজ কমান্ড এলাকায় সেচের পানি দেওয়া শুরু 

তিস্তা ব্যারেজ কমান্ড এলাকায় চলতি বোরো মৌসুমে ক্যানেলগুলোতে সেচের পানি দেওয়া শুরু হয়েছে। ফলে কমান্ড এলাকায় কৃষকরা বোরো চাষে মাঠে নেমে পড়েছেন।...

Recent Comments