ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ রোববার (১১ অক্টোবর) ঢাকার সদর ঘাটের লাল কুঠি (চাঁদপুর) লঞ্চ ঘাটে উবার ড্রাইভার কর্তৃক মহিলা যাত্রী হয়রানির শিকার হয়েছে। জানা যায় রাত আনুমানিক ৯ টায় যাত্রী উবারের অ্যাপস থেকে গাড়ি কনফার্ম করার পর নয়বার মোবাইল ফোনে ড্রাইভারের সাথে কথা বলে লোকেশান সম্পর্কে অবগত করে, ড্রাইভার তাদেরকে অপেক্ষা করতে বলে। তারপর প্রায় কুড়িমিনিট অতিবাহিত হওয়ার পর যাত্রী সামনে এগিয়ে তিনশত মিটার দূরে গাড়ির নাম্বার দেখে গাড়িতে উঠতে গেলে ড্রাইভার বলে আমি যাবো না। আপনারা অন্য উবার দেখেন। তাকে অনুরোধ করলে ড্রাইভার অসৌজন্যমূলক আচরন ও মারমুখী হয়। ফলে যাত্রী ভদ্রমহিলা ও সাথে থাকা দুইটি ছোট বাচ্চা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।
জানা যায় গাড়ির ড্রাইভারের নাম মো. লাবলু, গাড়ি নম্বর গ ২৯৮৮৩০। আশেপাশে থেমে থাকা অন্য গাড়ির ড্রাইভাররা জানান উবার ড্রাইভারই প্রকৃত পক্ষে দায়ী এবং এই ড্রাইভারকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরন করতে দেখা গেছে। উক্ত ড্রাইভার নাকি সন্ত্রাসী কার্যকলাপের সাথেও জড়িত বলে জানান।
উবারের মতো স্বনামধন্য কোম্পানির উচিত উবারের সাথে কাজ করার আগে তাদের সম্পর্কে ভালোভাবে জেনে তাদেরকে কাজ করার অনুমতি দেওয়া। অন্যথায় যাত্রী হয়রানি হতেই থাকবে। ফলে উবারের প্রতি যাত্রীদের আস্হা কমে যাবে।