মোহাম্মদ সাইকুল ইসলামঃ
ইতালিতে সিজনাল এবং ননসিজনাল ভিসা আগামী ২৭ তারিখ থেকে জমা নিবে, ৩০ হাজার লোক নিবে প্রায় ১৯টি দেশ থেকে, এগ্রিকালচার ও পারমানেন্ট ভিসা। ভিসাগুলো দেয়া হবে বিভিন্ন কেটাগরির উপর। ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদন করা যাবে না। সুতরাং সর্তক থাকবেন প্রতারক দাললদের থেকে। একটা জিনিস খেয়াল রাখবেন- ভিসা ৩০ হাজার, দেশ কিন্তু ১৯ টি।
ইতালিতে যেসব প্রবাসী বাঙ্গালী ভিসা দেবার নাম করে দেশের মানুষের কাছ থেকে এডভান্স টাকা নিচ্ছেন, তাদের মধ্যে ৭০ পার্সেন্ট দালালই কোন ভিসা বের করতে পারবে না।
৩০ জনের কাছ থেকে ভিসা বের করার কথা বলে পাসপোর্ট এর কপি আর ২ লাখ টাকা নিয়ে ৬ মাস/ ১ বছর অপেক্ষা করিয়ে পরে বলবে যে আপনার কপাল খারাপ, ভিসা হয়নি। পরবর্তিতে কয়েক মাসের ইন্সটলমেন্টে আপনাকে দেড় লক্ষ টাকার মত ফেরত দিবে। মাঝখান থেকে আপনাদের ৩০ জনের ৫০-৬০ লক্ষ টাকা ১ বছর নিজের ব্যবসাতে ইনভেস্ট করে সে লালে লাল হয়ে যাবে।
আপনি ১ বছর নাকে তেল দিয়ে ঘুমাবেন, কারন মনে মনে আপনি ইতালির পাস্তা আর পিজ্জা খাচ্ছেন। ১ বছর পর যখন আপনার ঘুম ভাঙ্গবে ততক্ষনে অনেক লেইট হয়ে গেছে। ফেসবুকের অনেকে এমন ভাবে পোস্ট দিচ্ছেন যেনো তাদের হাতে ইতালির সরকার ৫০/৬০ টি করে ভিসা দিয়ে রাখছে। সবাই এইসব দালাল-বাটপার থেকে সতর্ক থাকবেন। ভিসার আগে কেউ কোন প্রকার টাকা দিবেন না। কারন ভিসা এপ্লাই করতে ইতালির ১০০/২০০ ইউরোর মত লাগবে। যে আপনার কাছ থেকে ভিসা হবার পরে ৭/৮ লক্ষ টাকা নিবে, সে কেনো আপনার জন্য মাত্র ১০০/২০০ ইউরো পকেট থেকে ইনভেস্ট করবে না?
ভিসা কিনার আগে এই কলামটি ভাল করে পড়বেন: a) 4,500 units for subordinate (non-seasonal) workers from Albania, Algeria, Bangladesh, Bosnia-Herzegovina, Republic of Korea, Ivory Coast, Egypt, El Salvador, Ethiopia, Philippines, Gambia, Ghana, Japan, India, Kosovo, Mali, Morocco, Mauritius, Moldovia, Montenegro, Niger, Nigeria, Pakistan, Republic of North Macedonia, Senegal, Serbia, Sri Lanka, Sudan, Tunisia, and Ukraine; (Italy KPMG global)
মেসেঞ্জারে অনেকে এ ব্যাপারে কল দিচ্ছেন। তাই লিখতে বাধ্য হলাম। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। নিজে ভালো থাকুন এবং পরিবারকেও ভালো থাকতে দিন।