শনিবার, মার্চ ১৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম মুক্তমত ইউরোপ আমেরিকায় আসবেন? কিভাবে আসবেন?

ইউরোপ আমেরিকায় আসবেন? কিভাবে আসবেন?

মোহাম্মদ সাইকুল ইসলাম, কানাডাঃ আপনি ইউরোপ-আমেরিকায় আসবেন? কিভাবে আসবেন? রাতে ঘুমানোর আগে আপনি স্বপ্ন দেখলেন আর পরদিন ঘুম থেকে ওঠে যদি বলেন ইউরোপ-আমেরিকায় চলে যাব। তাহলে কি কাজ হবে?

আপনি এধরনের কল্পকাহিনী ও স্বপ্ন দেখতে পারেন ঠিকই। কিন্তু কি লাভ হবে? বরং এই স্বপ্ন দেখে দেখে আপনার জন্য অনাগত জীবন বর্বাদ না করাই ভাল। এর চেয়ে বরং রিয়েল অথবা বাস্তববাদী হোন। নিজের স্বপ্নকে নিয়ে রিয়েলিটিতে আসুন। ধীরে ধীরে এবং সময়সাপেক্ষে সেটা বাস্তবায়নের চেষ্টা করুন। দেখবেন কাজ হবে।

আপনি স্টুডেন্ট? মোটামুটি ভাল স্টুডেন্ট? ইউরোপ-আমেরিকায় আসার জন্য আপনি স্টুডেন্ট ভিসা ট্রাই করুন। সহজ পথে ইউরোপ-আমেরিকায় চলে আসার সুযোগ পাবেন।

আবার এও বলে রাখি। অনেকে স্টুডেন্ট ভিসায় বিদেশে আসার জন্য চেষ্টা করে করে ভিটা-বাড়ি বিক্রি করে জীবনটা বুড়িগঙ্গার তলে ডুবিয়ে দিয়েছে। আমরা তাদের এই ডুবে যাওয়ার খবর কিন্তু পাই না। আর যারা অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বিদেশে এসে আমার মত সুন্দর সুন্দর জায়গায় গিয়ে দুএকটি ফটো তুলে ফেইসবুকে বড় বড় মজার পোস্ট দেয় সেগুলো দেখে আমরা কিন্তু লাফ দিতে বিলম্ব করি না।

কিন্তু এই জায়গায় আসতে আমার মত মানুষের জীবনে কত কষ্ট করতে হয়েছে সে খবর ক’জন জানে? ক’জনই বা জানার চেষ্টা করে? অনেককে সারা জীবনের আয়-রোজগারের টাকা-পয়সা জমা রেখে অন্ধ জীবন বাজি ধরে বড় রিস্ক নিয়ে এ জায়গায় আসতে হয়। সুতরাং অন্যের বিদেশ আসা দেখে আপনি ঈর্ষান্বিত হবেন না। যে এ জায়গায় এসেছে সে কিন্তু দীর্ঘদিনের অর্থ ও পরিশ্রমের বিনিময়ে এ জায়গায় এসেছে। আপনি দূর থেকে শুধু তার ভালোটা দেখে মনোকষ্টে ভোগবেন না।

এবার আসল কথায় আসি। আপনি স্টুড্ন্টও নয়, আবার বড় সিলেব্রেটিও নয়। আপনি কিভাবে ইউরোপ-আমেরিকায় আসবেন? আপনার জন্য কি সহজ কোন পথ খোলা আছে?

এর উত্তরে বলব, না নেই। একটি কথা আবার বলে রাখি। আপনার জন্য ইউরোপ-আমেরিকায় আসার সহজ কোন পথ খোলা নেই। আপনি একসাথে একগাট্টি টাকা খর্চা করেও কিন্তু চাইলেই কাল বিদেশে চলে আসার সুযোগ পাবেন না।

এজন্য আপনাকে ধীরে ধীরে সেটির জন্য প্রস্তুতি নিতে হবে। নিজেকে সেজন্য আগেভাগে প্রস্তুত করতে হবে।

প্রশ্ন হলো, কিভাবে নিজেকে প্রস্তুত করবেন? সেজন্য এখন থেকে ছোট ছোট বাজেটে বিভিন্ন দেশে ঘুরাঘুরি শুরু করুন। একসাথে কয়েক লক্ষ টাকার রিস্ক না নিয়ে এক লাখ-দেড় লাখ টাকার ভিতরে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো আগে ঘুরাঘুরি শুরু করুন। ভারত যান। নেপাল যান। থাইল্যান্ড যান। মালয়েশিয়া যান। সিঙ্গাপুর যান। চীন যান। হংকং যান। জাপান যান।

এরপর একদিন দেখবেন আপনার জন্য ইউরোপ-আমেরিকার দরজা খুলে গেছে।

আপনি পাঁচ-সাত লক্ষ টাকা খরছ করে যদি দু-চার বছরে পাঁচ-সাতটা দেশ ঘুরতে না পারেন তাহলে হঠাৎ প্লেনে ওঠে ম্যাজিকের মত দশ ঘন্টায় ইউরোপ-আমেরিকায় চলে আসবেন কি করে? আর সেই সুযোগই বা পাবেন কিভাবে? বলুন?

এধরনের ব্যয়ভার বহনের সামর্থ্য না থাকলে আপনার জন্য বিদেশে আসার স্বপ্ন বাস্তবায়ন করা কিন্তু খুব কঠিন হবে। তার চেয়ে বরং যে কাজকর্ম করে রুটি-রুজির ধান্ধায় আপনি দিনাতিপাত পার করছেন সেগুলোতে ব্যস্ত থাকুন। এতে আপনার সবদিকই ভাল থাকবে।

একটি কথা মনে রাখবেন। একদিনে সাঁতার শিখে পরদিন বড় নদী সাঁতরে এপার থেকে সেপারে যাওয়ার চিন্তা করা বোকামি। এর চাইতে বরং ধীরে ধীরে কয়েকদিনে সাঁতার শিখুন। প্রথমে পুকুরে সাঁতার কাটুন। এরপর ছোট নদীতে গিয়ে সাঁতার কাটা রপ্ত করুন। এরপর সুযোগ বুঝে একদিন সুযোগ-সন্ধানী দিনে অনুকুল পরিবেশে বড় নদী পাড়ি দেওয়ার চেষ্টা করুন। দেখবেন কাজ হয়ে গেছে।

এক কথায় গ্রাম থেকে আগে বাজারে যাওয়া শিখুন। এরপর বাজার থেকে শহরে যাওয়া শিখুন। এরপর শহর থেকে মেগা শহরে যাওয়ায় অভ্যস্ত হোন। এর পর পার্শ্ববর্তী দেশে যাওয়ার চেষ্টা করুন। এরপর পার্শ্ববর্তী দেশ থেকে আরেকটু দূরের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করুন। এরপর মওকা বুঝে সোজা একদিন ইউরোপ-আমেরিকার প্লেনে ওঠে বসুন। ব্যস, দেখবেন কাজ হয়ে গেছে।

সবশেষে অতি গুরূত্বপূর্ণ একটি কথা বলি। এই কথাটি কিন্তু অনেকেই জানে না। জানলেও আপনাকে কেউ বলবে না। ইউরোপ-আমেরিকা কিন্তু বাংলাদেশের মত পুঁচকে ছোট দেশগুলোর জন্য কয়েক বছর পরপর বেহিসেবি পর্যটক ভিসা ইস্যু করে। আপনি সে দিনগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করুন।

এরপর সুযোগ বুঝে একদিন সকালবেলা ইউরোপ-আমেরিকার অ্যাম্বেসিতে গিয়ে ছোট্ট একটি ইন্টারভিউ দিয়ে সোজা এয়ারপোর্টে গিয়ে ইউরোপ-আমেরিকার প্লেনে ওঠে বসুন। দেখবেন বিকালবেলা আপনার স্বপ্ন সত্যি হয়ে গেছে। আপনি দেখবেন বিকালবেলা ইউরোপ-আমেরিকায় চলে এসেছেন।

আমার এই কথাগুলোয় কি কোন কিছু ক্লিয়ার বুঝা গেছে? সুতরাং এখন থেকে কাজে লেগে যান। আপনি স্বপ্ন বাস্তবায়নের প্রস্তুতি শুরু করুন। ইনশাআল্লাহ আপনি একদিন সফল হবেন। আপনার জন্য অবিরাম দোয়া ও ভালবাসা রইল।

**মতামতের জন্য সম্পাদক / প্রকাশক দায়ী নয়

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments