আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সেলফ-আইসোলেশনে রয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত কোন এক ব্যক্তির সংস্পর্শে আসার পর তিনি আইসোলেশনে চলে যান। রোববার এক মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।
ডাউনিং স্ট্রীট মুখপাত্র বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পদক্ষেপ এগিয়ে নেয়াসহ তিনি ডাউনিং স্টীট থেকে এখন তার দায়িত্ব পালন করবেন।’
ওই মুখপাত্র আরো জানান, জনসন গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী ভাল আছেন এবং তার কোভিড-১৯ রোগের কোন উপসর্গ নেই।