বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ এবং সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ সহ ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান হিরনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ বলেন, হিরনের মৃত্যু রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতা সৃষ্টি করেছে। তিনি হিরনের স্মৃতি, সততা এবং দেশপ্রেম অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি কিছুদিন পূর্বে ব্রেন স্ট্রোক করে চিকিৎসারত ছিলেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ডের স্হায়ী বাসিন্দা ছিলেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।