বুধবার, মার্চ ২৬, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম খেলাধুলা আজ বিসিবির করোনা পরীক্ষা

আজ বিসিবির করোনা পরীক্ষা

ক্রীড়া ডেস্কঃ আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে অংশ নেয়া পাঁচটি দলের ক্রিকেটার-কর্মকর্তা ও অন্যান্য অংশীজনদের করোনা পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। পরের দিন (শনিবার) থেকে হোটেলে জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশ করবেন সবাই।
আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ।
করোনা পরীক্ষায় যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তারাই জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশ করবে। আর রিপোর্টে যাদের পজিটিভ আসবে, তাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হবে।
বিসিবি ইতোমধ্যে খেলোয়াড় ও ম্যাচের কর্মকর্তাদের জন্য তিনটি ক্যাটাগরি তৈরি করেছে। ‘এ’ ক্যাটাগরিতে খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা আছে। ‘বি’ ক্যাটগরিতে থাকছেন ব্রডকাস্টার ও ‘সি’ ক্যাটাগরিতে গ্রাউন্ডসম্যানরা।
বিসিবি তিনটি জায়গায় জৈব-সুরক্ষার ব্যবস্থা করেছে। হোটেল, স্টেডিয়াম ও মিরপুরের ক্রীড়া পল্লীতে খেলোয়াড়-কর্মকর্তা-সম্প্রচারক-গ্রাউন্ডসম্যান এবং অন্যান্যরা থাকবেন।
টুর্নামেন্ট চলাকালীন একাডেমী ভবনের নিচতলা আইসোলেশন কেন্দ্র হিসাবে ব্যবহার হবে।
আজ বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী জানান, ‘ক্রিকেটাররা ২১ শে নভেম্বর থেকে হোটেলে জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশ করবে। তাই ২০ নভেম্বর আমরা করোনার পরীক্ষা করবো।’
তিনি আরও বলেন, ‘একাডেমির ভবনের নীচ তলা আইসোলেশন কেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে। দ্বিতীয় তলাটি অন্যান্য কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে।’
খেলোয়াড়রা হোটেল সোনারগাঁওয়ে থাকবেন এবং ব্রডকাস্টাররা থাকবেন লেকশোর হোটেলে এবং গ্রাউন্ডসম্যান এবং ক্লিনাররা ক্রীড়া পল্লীতে বা যেখানে আছেন সেখানেই থাকবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপটি কোভিড-১৯এর মধ্যে দলকে আন্তর্জাতিক ক্রিকেটে চাঙ্গা করতে বিসিবি’র উদ্যোগেরও একটি অংশ।
এর আগে তিন দলকে নিয়ে সফলভাবে বিসিবি প্রেসিডেন্টস কাপ আয়োজন করেছে বিসিবি। এখন বঙ্গবন্ধু কাপটি আরও বড় আকারে অনুষ্ঠিত হবে। তবে জৈব-সুরক্ষা পরিবেশে বিপুল সংখ্যক মানুষকে পরিচালনা করা আরও কঠিন হবে।
তবে কোভিড-১৯ পরিস্থিতিতেও বিসিবি যে দক্ষ, সেটি স্পষ্ট বার্তা দিতেই, এমন ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে চায় দেশের ক্রিকেট বোর্ড।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments