- নিজস্ব প্রতিবেদকঃ
আজ সকালে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ’র প্রতিষ্ঠার ৫ম বর্ষ উপলক্ষে নেতৃবৃন্দদের সাথে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, পেশাজীবী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরন এবং উপস্থিত ৩০০ জন আরবান ফার্মারদের মাঝে ছাদ কৃষি করার জন্য হাইব্রীড / উন্নত জাতের সবজি বীজ বিনামূল্যে প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় ডেপুটি এ্যাটর্নী জেনারেল এড. এস এম নজরুল ইসলাম।
অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সন্মানীত রেজিস্টার ডা: মো. জাহাঙ্গীর আলম।
প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগ এর এাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. খবিরুজ্জামান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় নেতা মো. মফিজুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক লীগের কেন্দ্রীয় সভাপতি এম. এ জলিল, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রকাশক প্রকৌ. গাজী আহমেদ উল্লাহ, জাতীয় শ্রমিক লীগ ঢাকা বিভাগের সভাপতি নুরুল ইসলাম, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুর রাশেদ খাঁন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতা সুলতানা রাজিয়া শিলা, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ এর সহ- সভাপতি ও ডিকেআইবি’র সাবেক উপসভাপতি ফিরোজ আক্তার, অগ্নিবার্তা পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা, গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক এস এম আশরাফুল আলম।
দোয়া পরিচালনা করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আমির হোসেন।
সন্চালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ।
সংগঠনের পক্ষ থেকে ২য় পর্বে ৩০০ (তিনশত) জন আরবান ফার্রমারদের মাঝে ছাদ ও বেলকুনিতে চাষাবাদ করার জন্য হাইব্রীড / উন্নত জাতের ৫ ধরনের সবজি বীজ বিনামূল্যে বিতরন করা হয়। এই বিতরন কার্যক্রম এর শুভ উদ্বোধণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সাবেক পরিচালক বিশিষ্ট হর্টিকালচারিস্ট কৃষিবিদ মো. মোসারফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সাবেক উপপরিচালক কৃষিবিদ মো. মোতাহার হোসেন চৌধুরী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সাবেক উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা লেখক কৃষিবিদ মো. আলাউদ্দিন পিকে।
অনুষ্ঠানে সংগঠনের ঢাকা মহানগর (উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম), ঢাকা জেলা (উত্তর ও দক্ষিণ) ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম,ময়মনসিংহ বিভাগ, বরিশাল মহানগর, পটুয়াখালী, পাঞ্চগড়, দিনাজপুর, পাবনা জেলার নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বেতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাজ্বী মো. দানেশ বি: ও প্র: বি: প্রাতিষ্ঠানিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকল সদস্যদের মাঝে কলম, টি-শার্ট, ক্যাপ, মাস্ক প্রদান করা হয়।